ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ফুটবল

চোটে মাঠের বাইরে দিবালা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
চোটে মাঠের বাইরে দিবালা

হাঁটুর চোটে মাঠের বাইরে চলে গেছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। জানা যায়, খেলায় ফিরতে তার ১৫-২০ দিনের মতো সময় লাগবে।

রোববার ইতালিয়ান সিরি’আ লিগে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা এই ফুটবলারকে পাবে না আন্দ্রে পিরলোর শিষ্যরা।

এর আগে গত রোববার নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচের প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন দিবালা।

এক বিবৃতিতে সোমবার তুরিনের দলটি জানায়, দুই মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি ও ফেদেরিকো চিয়েসার চোট মারাত্মক নয়। এই দুজনও একই ম্যাচে চোট পেয়েছিলেন। তবে পরীক্ষায় তাদের মারাত্মক কিছু ধরা পড়েনি বলে জানানো হয়েছে।

কোপা ইতালিয়ায় আগামী বুধবার জুভেন্টাসের প্রতিপক্ষ স্বাগতিক জেনোয়া। এরপর লিগে প্রতিপক্ষ ইন্টার। আগামী ২০ জানুয়ারি ইতালিয়ান সুপার কাপে জুভেন্টাসের মুখোমুখি হবে নাপোলি। লিগ টেবিলে ইন্টারের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে জুভেন্টাস। আগামী ৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে দিবালার প্রত্যাবর্তনের সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।