ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সকে সহজে হারাল আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
ব্রাদার্সকে সহজে হারাল আবাহনী আবাহনীর গোল উদযাপন। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী ঢাকা। এবার ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে  হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আবাহনী। প্রথমার্ধেই ব্যবধানটা ২-০ করে নেয় তারা।  

৩৪তম মিনিটে ফ্রান্সিসকো তোরেসের নেওয়া পেনাল্টি থেকে এগিয়ে যায় আবাহনী। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কার্ভেন্স বেলফোর্ট।

ছবি: শোয়েব মিথুন

বিরতির পরও গোলের সুযোগ পেয়েছিল আবাহনী। অন্যদিকে সমতায় ফেরার চেষ্টা চালালেও টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।  

এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা ব্রাদার্স আছে ১২তম স্থানে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।