ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

চট্টগ্রাম আবাহনীর কষ্টার্জিত জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
চট্টগ্রাম আবাহনীর কষ্টার্জিত জয় সতীর্থদের সঙ্গে নিক্সনের গোল উদযাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ব্রাজিলিয়ান ফরোযার্ড নিক্সন ব্রিজোলারার একমাত্র গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ ব্যবধানে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাথিউ চিনেডুর পাস থেকে ৩০তম মিনিটে বন্দর নগরের দলটিকে কাঙ্খিত গোল এনে দেন নিক্সন।

এরপর সমতায় ফিরতে চেষ্টা চালায় আরামবাগ। তবে ম্যাচের বাকি সময় এই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট আদায় করে নেয় চট্টগ্রাম আবাহনী।  

এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে ওঠে এসেছে মারুফুল হকের দল। সমান ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা আরামবাগ আছে সবার নিচে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।