ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

লুকাকুকে বর্ণবাদী মন্তব্যের কথা অস্বীকার করলেন ইব্রা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
লুকাকুকে বর্ণবাদী মন্তব্যের কথা অস্বীকার করলেন ইব্রা ইব্রা-লুকাকু

রোমেলু লুকাকুকে বর্ণবাদী মন্তব্য করার কথা অস্বীকার করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে সান সিরোতে মিলান ডার্বির আগুনে ঘি ঢেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই দুই সাবেক সতীর্থ।

 

কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে ইব্রার গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি-কিক থেকে এসি মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান। জয়-পরাজয়ের চেয়ে দুই নগর প্রতিদ্বন্দ্বীর ঐতিহাসিক লড়াইটি আলোচিত হয়ে ওঠেছে ইব্রা-লুকাকু বিবাদে জড়িয়ে যাওয়ায়।  

উত্তাপ ছড়ানো ম্যাচটিতে মাঠে কয়েকবার বাক-বিতণ্ডা করতে দেখা যায় দুই দলের এই দুই স্ট্রাইকারকে। তার মধ্যে বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে বিবাদটা বিশ্রী চেহারা ধারণ  করে। দু’জনই মারমুখী আচরণ করেন। যার কারণে ইব্রা-লুকাকুকে হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। পরে বিরতির ১৩ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ‘নায়ক থেকে ভিলেন’ হয়ে মাঠ ছাড়েন ইব্রা। এরপরই ১০ জনের মিলানের বিপক্ষে কামব্যাক করে জয় তুলে নেয় নেরাজ্জুরিরা।  

লুকাকু দাবি করেন, ইব্রা তাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন। ‘তোমার মাকে ডাকো, ভুডু জাদু দেখাক। ’ ইব্রার বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ আনেন বেলজিয়ান ফরোয়ার্ড। প্রত্যুত্তরে লুকাকুও অশ্রাব্য ভাষায় গালাগালি করেন সুইডিশ স্ট্রাইকারকে।  

তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুকাকুকে বর্ণবাদী মন্তব্য করার কথা অস্বীকার করেন ইব্রা। নিজের অফিসিয়াল টুইটারে ৩৯ বছর বয়সী মিলান তারকা লেখেন, ‘জ্লাতানের পৃথিবীতে বর্ণবাদের কোনো স্থান নেই। ’ 

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।