ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

মোহামেডান-আবাহনীর রোমাঞ্চকর ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
মোহামেডান-আবাহনীর রোমাঞ্চকর ড্র

ফেডারেশন কাপের গ্রুপ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেডে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ফর্মে থেকে চিরশত্রুদের মুখোমুখি হয়েছিল মারিও লেমোসের শিষ্যরা।

 

কিন্তু দুই দুইবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পেলো না আবাহনী। সোলেয়মান দিয়াবাতের জোড়া গোলে লিগের ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-২ ব্যবধানের রোমাঞ্চকর ড্র করেছে মোহামেডান।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াই দেখতে জড়ো হয়েছিল অসংখ্য দর্শক। এই দৃশ্য যেন বাংলাদেশের সোনালী সময়ের ফুটবলকে স্মরণ করিয়ে দেয়। মোহামেডান-আবাহনীর খেলোয়াড়রাও নিরাশ করেনি সমর্থকদের। রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে দুই দল।  

সাম্প্রতিক সময়ের শক্তিমত্তায় এগিয়ে ছিল আবাহনী। লিগে এর আগের তিন ম্যাচের তিনটিতে দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে তারা। অন্যদিকে মোহামেডান জয়ের পাশাপাশি হারের স্বাদও নিয়ে নিয়েছিল। গত ফেডারেশন কাপেও তারা বিধ্বস্ত হয়েছে আবাহনীর হাতে। তবে এবার কোনো ছাড় দিল না শন লেনের শিষ্যরা।  

১৪তম মিনিটে ফ্রান্সিসকো তোরেসের গোলে এগিয়ে যায় আবাহনী। কিন্তু সেই ব্যবধান তারা ধরে রাখতে পারল মাত্র ৩ মিনিট। মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে। প্রথমার্ধে ফের এগিয়ে যায় আবাহনী। এবারের গোলটি আসে জুয়েল রানার পা থেকে।  

তবে বিরতি থেকে ফিরেই গোল শোধ করে দেয় মোহামেডান। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে হার থেকে রক্ষা করেন দিয়াবাতে।  

লিগে প্রথম ড্রয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে সাতে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।