ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

শেখ জামাল-শেখ রাসেল মুখোমুখি আজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
শেখ জামাল-শেখ রাসেল মুখোমুখি আজ

প্রিমিয়ার লিগ ফুটবলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার (৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।  

চলতি লিগে এখন পর্যন্ত দুই দলের কোনো দলই ম্যাচ হারেনি।

চার ম্যাচের চারটিতেই জিতেছে শফিকুল ইসলাম মানিকের দল শেখ জামাল।  

অন্যদিকে ৫ ম্যাচ খেলে চারটিতে জয় ও একটিতে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।  

লিগে ১৩ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে ৩ নম্বরে। অন্যদিকে শেখ জামাল ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চার নম্বরে।  

বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।