ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আরামবাগকে উড়িয়ে জয়ে ফিরলো শেখ রাসেল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
আরামবাগকে উড়িয়ে জয়ে ফিরলো শেখ রাসেল ছবি: শোয়েব মিথুন

ওবি মোনেকের হ্যাটট্রিকে আরামবাগ ক্রীড়া সংঘকে উড়িয়ে জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-০ গোলে জিতেছে সাইফুল বারী টিটুর দল।

শুরুতে রক্ষণে জোর দিয়ে শেখ রাসেলকে আটকে রাখতে সক্ষম হলেও প্রথমার্ধে শেষ দিকে দুই গোল হজম করে আরামবাগ। ৩৬তম মিনিটে বখতিয়ার দুইশবেকভের কাট ব্যাক প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ওবি মোনেকে।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন মোনেকে। মোহাম্মদ আব্দুল্লাহর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহাম্মদ খালেকুরজ্জামানের ক্রসে জোরালো হেডে হ্যাটট্রিক পূরণ করেন মোনেকে। চলতি লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে এই আরামবাগকেই ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে প্রথম হ্যাটট্রিক করেছিলেন শেখ জামালের ওমর জোবে।

৭২তম মিনিটে খালেকুজ্জামানের কাট ব্যাকে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন আব্দুল্লাহ। আগের ম্যাচে শেখ জামালের কাছে হেরেছিল শেখ রাসেল। সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত দলটি মাঠ ছাড়ে বড় জয় নিয়ে।

এই নিয়ে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে শেখ রাসেল। অন্যদিকে ছয় ম্যাচের সবগুলোতেই হেরে যাওয়া আরামবাগ এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

দিনের আরেক ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শেখ জামাল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ বেশি খেলা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে চতুর্থ স্থানে।  

অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারানো মোহামেডান স্পোর্টিং ক্লাব সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।