ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার বিপক্ষে নেইমারকে পাচ্ছে না পিএসজি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
বার্সার বিপক্ষে নেইমারকে পাচ্ছে না পিএসজি নেইমার

সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হওয়ার জন্য ক্যাম্প ন্যুয়ে ফেরা হচ্ছে না নেইমারের। নিতম্বের চোটে ৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 

বৃহস্পতিবার ফরাসি কাপে কঁয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচটিতে চোট পান নেইমার। ৬০তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে চোট থেকে ফিরেই মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা।  

পিএসজি জানায়, বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছেন নেইমার। ক্লিনিক্যাল পরীক্ষা ও বিশ্লেষণের পর জানা গেছে তাকে কমপক্ষে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।  

অর্থাৎ, ১০ মার্চের আগে আর ফেরা হচ্ছে না নেইমারের। বার্সার বিপক্ষে প্রথম লেগে না পেলেও ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে দলের প্রাণভোমরাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে পিএসজির। নেইমারের ফেরার দিনই হবে দ্বিতীয় লেগ। আর প্রথম লেগ হবে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)।  

এর আগে আনহেল দি মারিয়াকেও বার্সার বিপক্ষে না পাওয়ার কথা জানায় পিএসজি। উরুতে চোট পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।