ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

শেখ জামালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
শেখ জামালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল বসুন্ধরা কিংস ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতি মৌসুমের শীর্ষ দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানে। ২০১৮/১৯ মৌসুমের শিরোপাজয়ী বসুন্ধরা কিংসকে জিততে দেয়নি তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

 

ছবি: শোয়েব মিথুন

শীর্ষ দু’দলের ম্যাচ বলে কথা, লড়াইটাও হলো চোখ ধাঁধানো। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে লড়াই চালিয়েও কেউ কারও জাল খুঁজে পায়নি। শেষ পর্যন্ত দু’দলকে মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে।  

ছবি: শোয়েব মিথুন

তবে ড্র করে ক্ষতি হয়েছে শেখ জামালের। একধাপ নিচে তৃতীয়স্থানে নেমে গেছে তারা। দিনের আরেক ম্যাচে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে তালিকার দুইয়ে ওঠে এসেছে ঢাকা আবাহনী। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে তিনে শেখ জামাল। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস।  

ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।