ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

এগিয়ে থেকেও সাইফের কাছে হারলো শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এগিয়ে থেকেও সাইফের কাছে হারলো শেখ রাসেল

প্রথমার্ধে এগিয়ে গিয়েও হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সাইফুল বারী টিটুর শিষ্যদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে শেখ রাসেলকে এগিয়ে দেন মোহাম্মদ আবদুল্লাহ। সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।  

কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সাইফ। ৫৭তম মিনিটে দলকে সমতায় ফেরান রিয়াদুল হাসান রাফি। ৭৪তম মিনিটে সাইফের জয়সূচক গোলটি করেন রাখমাতুল্লায়েভ।  

এই হারেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় সাইফের ওপরে আছে শেখ রাসেল। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে তারা। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে সাইফ। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।