ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ইসরায়েলি ক্লাবে আরব শেখের বিনিয়োগ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
ইসরায়েলি ক্লাবে আরব শেখের বিনিয়োগ স্থগিত বেইতর জেরুজালেমের জার্সি হাতে বর্তমান মালিক মোশে হোগেগ এবং মালিকানার বড় অংশ কিনে নেওয়া হামাদ বিন খলিফা আল-নাহিয়ান/ছবি: সংগৃহীত

ইসরায়েলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেমের ৫০ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের এক শেখ। কিন্তু আর্থিক ঝামেলার কারণে তার বিনিয়োগ আটকে গেছে।

 

তীব্র আরব বিদ্বেষী ও বর্ণবাদে কলঙ্কিত ক্লাবটি গত মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলের ফুটবল ফেডারেশনের মালিকানা হস্তান্তর কমিটি আমিরাতের রাজ পরিবারের ওই ধনাঢ্য সদস্যের বিনিয়োগ সংক্রান্ত আরও নথিপত্র দেখতে চেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম 'আল-জাজিরা' এমনটাই জানিয়েছে।

বেইতার জেরুজালেম এর আগে জানিয়েছিল, আগামী ১০ বছর ধরে আমিরাতের ধনকুবের হামাদ বিন খলিফা আল-নাহিয়ান ক্লাবের পেছনে ৯২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবেন। কিন্তু সম্প্রতি তার সম্পদের পরিমাণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।  

ইসরায়েলের বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য মার্কার' গত মাসে এক রিপোর্টে দাবি করে, ইসরায়েলি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হামাদ বিন খলিফা আল-নাহিয়ানের সম্পদের তথ্য ঘাঁটতে গিয়ে বেশকিছু নিষ্ক্রিয় কোম্পানি ও আর্থিক অসঙ্গতির খোঁজ পাওয়া গেছে। মূলত এ কারণেই তার বিনিয়োগ আটকে দেওয়া হয়।

এদিকে ক্লাবের অধিকাংশ শেয়ার বেচে দিয়ে এখন বিপাকে পড়ে গেছেন বর্তমান মালিক ইসরায়েলের প্রযুক্তি উদ্যোক্তা মোশে হোগেগ। এমনকি তিনি শেখের সঙ্গে দেখা করতে দুবাইয়ে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু ইসরায়েলের বিমানবন্দরে করোনা মহামারির কারণে ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারেননি তিনি।  

তবে মোশে হোগেগ ক্লাবের এক বিবৃতিতে জানিয়েছেন, চুক্তি বাতিলের খবরটি সঠিক নয়। তবে কিছু বিষয় যে মীমাংসা করতে হবে তা স্বীকার করে নিয়েছেন তিনি।  

প্রায় ৫ মাস আগে সংযুক্ত আরব আমিরাত প্রথম উপসাগরীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর বাহরাইনও একই পদক্ষেপ নেয়। দেশ দুটি ট্রাম্প প্রশাসনের মধ্যস্ততায় হোয়াইট হাউজে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এর প্রায় ৩ মাস পর ইসরায়েলি ক্লাবের মালিকানা কিনে নেন আমিরাতের শেখ।

বেইতর জেরুজালেম ইসরায়েলের অন্যতম শীর্ষ ক্লাব। এখন পর্যন্ত ক্লাবটি ইসরায়েল প্রিমিয়ার লিগের ৬টি শিরোপা জিতেছে। সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে লিগ শিরোপা জেতা ক্লাবটির অন্যতম সমর্থক দেশটির বিতর্কিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ক্লাবটির পরিচিতি অবশ্য শিরোপা জেতার জন্য নয়, বরং এর কট্টর ডানপন্থী সমর্থকরা। এই সমর্থক গোষ্ঠী নিজেদের 'লা ফ্যামিলিয়া' বলে পরিচয় দেয়। তাদের মূল টার্গেট আরবরা। অথচ ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশ আরব।

বেইতর জেরুজালেমের মাঠ টেডি স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হলে গ্যালারিতে এই সমর্থকরা নিয়মিতই 'আরবদের হত্যা করো' স্লোগান দেয়। এমনকি ক্লাবের মালিকপক্ষকে কোনো আরব কিংবা মুসলিম খেলোয়াড়দের দলে ভেড়ানোর ব্যাপারে সাবধান করে দিয়েছে এই সমর্থকরা।

২০১৩ সালে দুই চেচেন মুসলিম খেলোয়াড়কে কেনার কারণে ক্লাবের অফিসে আগুনে লাগিয়ে দেয় সমর্থকরা। 'লা ফ্যামিলিয়া'র দুই সদস্যকে এজন্য অভিযুক্তও করা হয়।

২০১৮ সালে বেইতর জেরুজালেমের মালিকানা কেনার পর বর্তমান মালিক মোশে হোগেগ বর্ণবাদ বিরোধী প্রচারণা চালান। গত ডিসেম্বরে তিনি বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমি সমর্থকদের সাবধান করে দিয়েছি, তারা যদি একটা বর্ণবাদী মন্তব্য করে তাহলে আমি তাদের বিরুদ্ধে মিলিয়ন ডলারের মামলা করব। '

অনেকের বিরোধীতা সত্ত্বেও হোগেগ গত ডিসেম্বরে আবু ধাবির রাজ পরিবারের প্রভাবশালী ওই সদস্যের কাছে ৫০ শতাংশ মালিকানা বেচে দেন। চুক্তি স্বাক্ষর শেষে তিনি বিষয়টিকে 'নতুন এক অর্জন' বলে অভিহিত করেন। এরপর শেখ হামাদ বলেন, 'এমন ' মহিমান্বিত একটি ক্লাবের অংশীদার হতে পারায় আমি গর্বিত। ক্লাবটি সম্পর্কে আমি অনেক শুনেছি এবং এটা এমন বিখ্যাত শহরে, যা ইসরায়েলের রাজধানী এবং বিশ্বের অন্যতম পবিত্র শহরে অবস্থিত। '

শেখ হামাদের এই মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায়। কারণ তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে উল্লেখ করেছেন। এই শহরের মালিকানা নিয়ে ইসরায়েলের সঙ্গে বহুদিন থেকেই দ্বন্দ্ব চলছে ফিলিস্তিনিদের।

১৯৫৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। সম্প্রতি পুরো জেরুজালেম শহরকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। অবশ্য তাদের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে শুধু সদ্য বিদায়ী ট্রাম্প প্রশাসন, গুয়েতেমালা এবং হন্ডুরাস।

পূর্ব জেরুজালেমকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে ভাবে ফিলিস্তিনিরা। এমনকি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবেই মনে করে তারা। কিন্তু দেশটির প্রভাবশালী ধনকুবের শেখ হামাদ কিন্তু তা বলেননি। ফলে ইসরায়েলি ক্লাবের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরকে অনেকে ফিলিস্তিনের প্রতি প্রহসন বলেই আখ্যা দেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।