ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মোহামেডানের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
মোহামেডানের টানা তৃতীয় জয়

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সুলেমানে দিয়াবাত দলকে লিড এনে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আমির হাকিম বাপ্পী।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই মোহামেডান এগিয়ে যায় । রাজীব হোসেনের পাসে গোল করেন দিয়াবাতে। পরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাকিব খানের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন বাপ্পী।

লিগে নয় ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে রহমতগঞ্জ। নয় ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।