ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

অবশেষে জয়ে ফিরলো মুক্তিযোদ্ধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
অবশেষে জয়ে ফিরলো মুক্তিযোদ্ধা ছবি: শোয়েব মিথুন

অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ পুলিশের বিপক্ষ ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে দলটি।

 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪১তম মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। মেহেদী হাসানের লম্বা থ্রো ইন থেকে হেডে বাংলাদেশ পুলিশের জাল খুঁজে নেন ক্যামেরুনের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেকামেঙ্গে।  

ছবি: শোয়েব মিথুন

পিছিয়ে পড়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সবশেষ তিন ম্যাচ জয়হীন থাকা পুলিশ এফসি। তাদের সেরা সুযোগটি হারায় ৯০তম মিনিটে। কিন্তু কোত দি ভোয়ার ফরোয়ার্ড বাল্লো ফামুসের নেওয়া পেনাল্টি শট ফিরিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতম।

ছবি: শোয়েব মিথুন

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে হেরে লিগ শুরু হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদের। দলটি প্রথম জয় পেয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। এরপর থেকে জয়হীন ছিল মুক্তিযোদ্ধা সংসদ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।