ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সবুজ-রবিনহোর গোলে সাইফকে হারাল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
সবুজ-রবিনহোর গোলে সাইফকে হারাল বসুন্ধরা কিংস পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দশম রাউন্ডে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে লিগে শীর্ষস্থান আরও মজবুত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দলের হয়ে একটি করে গোল করেন তৌহিদুল আলম সবুজ ও রবসন রবিনহো। আর সাইফের হয়ে একমাত্র গোলটি করেন জন ওকোলি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে জন ওকোলির গোলে এগিয়ে যায় সাইফ। তবে প্রথমার্ধেই ৪ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে লিড নেয় বসুন্ধরা কিংস।

৩৩তম মিনিটে সাইফের ভুলে গোল করেন তৌহিদুল আলম সবুজ। আর ৪ মিনিট পর ব্রাজিলিয়ান রবিনহোর দুর্দন্ত গোলে বসুন্ধরা কিংসের জয় নিশ্চিত হয়।

যদিও দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল সাইফ। ৮৩তম মিনিটে ফাউল থেকে পেনাল্টি পাওয়া দলটি গোল বঞ্চিত হয়। কেনেথ ইকেচুকুর শট ফিরিয়ে দেন বসুন্ধরা কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

লিগে ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। আর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে সাইফ।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।