ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আরামবাগকে হারালো পুলিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
আরামবাগকে হারালো পুলিশ ফাইল ফটো

একের পর এক পরাজয় যেন গা সওয়া হয়ে গেছে আরামবাগ ক্রীড়া সংঘের। এবার তারা ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ পুলিশের বিপক্ষে।

 

টানা আট হারের পর উত্তর বারিধারার সঙ্গে ৮ গোলের ম্যাচে ড্র করেছিল আরামবাগ। এই ড্রয়ে পয়েন্টের খাতা খুলে ডগলাস সিলভার দল। কিন্তু পরের ম্যাচে আবারও হার নিয়ে মাঠ ছাড়তো হলো তাদের।  এবারও অবশ্য পয়েন্ট ভাগাভাগি করার স্বপ্ন দেখেছিল আরামবাগ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় পুলিশ। ১৪তম মিনিটে দলকে এগিয়ে দেন জমির উদ্দীন। এরপর বাল্লো ফারমুসার পাস থেকে ২৯তম মিনিটে পুলিশের ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডেরিক পুডা।  

আখন্দের পাস থেকে ৭২তম মিনিটে নিহাত জামান উচ্ছ্বাসের গোলে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে আরামবাগ। তবে বাকি সময় তাদের আর কোনো সুযোগ দেয়নি পুলিশ।  

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় আটে ওঠে এসেছে পাকির আলীর দল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার শেষে আরামবাগ। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।