ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানসিটির টানা ২০ জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
ম্যানসিটির টানা ২০ জয়

ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শীর্ষস্থান মজবুত করল পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন রুবেন দিয়াস ও জন স্টোনস। ওয়েস্ট হ্যামের হয়ে একমাত্র গোলটি করেন মিখায়েল অ্যান্টোনিও।

সব প্রতিযোগিতা মিলিয়ে এনিয়ে টানা ২০ জয় পেল ম্যানসিটি। যেখানে প্রিমিয়ার লিগে টানা ১৪ জয় তুলে নিয়েছে সিটিজেনরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে দুই ডিফেন্ডারের গোলে বাজিমাত করে সিটি। ম্যাচের ৩০তম মিনিটে দিয়াস দলকে এগিয়ে দেন। তবে বিরতির আগে ওয়েস্ট হ্যামের অ্যান্টোনিও সফরকারীদের সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ইংলিশ ডিফেন্ডার স্টোনস গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।

লিগে ২৬ ম্যাচে ১৯ জয়, ৫ ড্র ও ২ হারে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই ম্যানসিটি। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ওয়েস্ট হ্যাম। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে লেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।