ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ওসাসুনাকে হারাল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
ওসাসুনাকে হারাল বার্সা

লা লিগার ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে একটি করে গোল করেন জর্দি আলবা ও ইলাইশ মোরিবা।

মেসি গোল করতে না পারলেও দুটি গোলেই অবদান রাখেন।

আর এ জয়ে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

রোববার প্রতিপক্ষের মাঠে ৩০তম মিনিটে মেসির দুর্দান্ত ক্রসে কাছ থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন অরক্ষিত আলবা।

পরে দ্বিতীয়ার্ধে ৮৩তম মিনিটে মেসির পাস থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ইলাইশ। গোলরক্ষক বাধা দেন, কিন্তু জালে যাওয়া ঠেকাতে পারেননি তিনি।

লিগে ২৬ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।