ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আবারও ঘরের মাঠে লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২১
আবারও ঘরের মাঠে লিভারপুলের হার

ঘরের মাঠে টানা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ম্যাচে হারলো লিভারপুল। এবার বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে ফুলহ্যাম।

রোববার রাতে অ্যানফিল্ডে ১-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।  

গত ম্যাচে চেলসির কাছে হেরে যাওয়া দলে ৭টি পরিবর্তন আনেন ক্লপ। মূলত চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলে দ্বিতীয় সারির দল নামান লিভারপুলের এই জার্মান কোচ। কিন্তু এর জন্য চড়া মূল্য দিতে হলো তাকে।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে লিভারপুলের সর্বনাশ করেন ফুলহ্যামের মারিও লেমিনা। মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর কাছ থেকে বড় কেড়ে নিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার।  

এই জয়ে পয়েন্ট টেবিলের সাতেই থেকে গেল লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া থেকে এখনও ৪ পয়েন্ট দূরে অলরেডরা। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ফুলহ্যাম আছে ১৭তম স্থানে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।