ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপালে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে শনিবার থেকে শুরু হচ্ছে জেমি ডের দলের অনুশীলন ক্যাম্প।

আগামী ১৮ মার্চ কাঠমাণ্ডুর ফ্লাইট ধরবেন সাদ-বিপুলরা। এর আগে আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুশীলন করবে লাল-সবুজের জার্সিধারীরা। তবে জামাল ভূঁইয়াকে কলকাতা মোহামেডান ছাড়ছে ১৮ মার্চেই। সে ক্ষেত্রে জাতীয় দলের অধিনায়ক ঢাকা হয়ে নেপাল যাবেন নাকি কলকাতা থেকেই, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

জামালকে পেতে আগেই কলকাতার ক্লাবটিকে চিঠি দিয়ে রেখেছিল বাফুফে। গত পরশু কলকাতা মোহামেডান থেকে নিশ্চিত করা হয়েছে যে, নেপালে প্রথম ম্যাচের চার দিন আগে তারা জামালকে ছাড়ছে।  

কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে নেপালে তিন দলের লিগ পর্বে খেলা হবে ২৩, ২৫ ও ২৭ মার্চ। কার খেলা কবে, তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। লিগের শীর্ষ দুই দল ২৯ মার্চ মুখোমুখি হবে ফাইনালে।

কাতারে বিশ্বকাপ বাছাই পর্বে দলের সঙ্গে থাকা গোলরক্ষক কোচ লেস ক্লিভলি এবং ফিটনেস কোচ ইভান রাজলগ দলের সঙ্গে যোগ দিচ্ছেন নেপাল সফরে। অস্ট্রেলিয়ায় থাকা রাজলগ অবশ্য ঢাকার ক্যাম্পেই যোগ দেবেন, গোলরক্ষক কোচ ক্লিভলির যুক্তরাজ্য থেকে সরাসরি নেপাল যাওয়ার সম্ভাবনা বেশি।  

এবার ভিসা নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটেই নেপাল যাচ্ছে জাতীয় দল। নেপালে পৌঁছে করোনা পরীক্ষায় নেগেটিভ ফুটবলাররা সরাসরিই মাঠে নেমে পড়তে পারবেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।