ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

নেপাল সফরের আগে ফুটবলার রাকিব করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
নেপাল সফরের আগে ফুটবলার রাকিব করোনায় আক্রান্ত

দেশ ছাড়ার একদিন আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দুঃসংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্ট্রাইকার রাকিব হোসেন।

বৃহস্পতিবার নেপালে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টে খেলতে ঢাকা ছাড়বে জেমি ডে’র শিষ্যরা। আসরকে কেন্দ্র করে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন করেছে ফুটবলাররা। তবে অনুশীলনে ছিলেন না চট্টগ্রাম আবাহনীর এই তারকা।

রাকিবের করোনার খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন।  

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনটি গোল পেয়েছেন রাকিব। তিনি কোচের আস্থাও অর্জন করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে আর নেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।