ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে যেতে দেবেন না বার্সার নতুন প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
মেসিকে যেতে দেবেন না বার্সার নতুন প্রেসিডেন্ট

বড্ড কঠিন সময়ে বার্সেলোনার হাল ধরেছেন নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। শুরুতেই আর্থিক ধাক্কা নিয়ে ভাবতে হচ্ছে তাকে।

তবে এর চেয়েও বড় দুশ্চিন্তা দূর করতে হবে তাকে। আর তা হলো লিওনেল মেসিকে ধরে রাখা।

আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে বার্সা ছাড়তে পারেন মেসি। এই চিন্তায় ক্লাবের সমর্থকদের ঘুম হারাম হওয়ার জোগাড়। ক্লাবের আর্থিক অবস্থাও মেসির থাকা-না থাকার ওপর নির্ভরশীল। ফলে নতুন প্রেসিডেন্টের কাঁধে বিশাল বোঝা হয়ে আছে বিষয়টা। এজন্য দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেসির প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন তিনি। জানিয়ে দিলেন ‘তুমি ভালো করেই জানো, তুমি যেতে পারবে না। ’

প্রেসিন্ডেট হিসেবে শপথ নেওয়ার পর বুধবার নিজের প্রথম ভাষণের এক পর্যায়ে মেসিকে উদ্দেশ্য করে লাপোর্তা বলেন, ‘আমরা মেসিকে ধরে রাখার চেষ্টা করব। দুঃখিত লিও… আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং সে এটা জানে। তাকে এখানে থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেই হবে, কারণ সে ইতিহাসের সেরা খেলোয়াড়। দুঃখিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং বার্সাও তোমাকে ভালোবাসে। স্টেডিয়াম যদি দর্শকপূর্ণ থাকতো, তুমি যেতে চাইতে না। ’

মেসিকে নিয়ে যখন লাপোর্তা এসব বলছিলেন, স্টেডিয়ামে উপস্থিত ক্লাবের বোর্ড সদস্য, খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী ও কোচিং স্টাফরা তুমুল করতালিতে তাকে স্বাগত জানান। মুখে মাস্ক পড়া থাকলেও মেসির মুখে যে তখন হাসি লেগে ছিল তা ভিডিও দেখলেই বোঝা যায়। আর্জেন্টাইন ফরোয়ার্ড কিছুটা লজ্জাও পাচ্ছিলেন হয়তো।

মেসি ছাড়াও ক্লাবের আর্থিক সমস্যা মেটানো নিয়ে ব্যস্ত থাকতে হবে লাপোর্তাকে। করোনা মহামারিতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে কাতালান জায়ান্টরা। ঋণের অংকও আকাশ ছোঁয়ার পথে। নিজের ভাষণে ব্যাপারটা নিয়ে লাপোর্তা বলেন, ‘আর্থিক পরিস্থিতি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাবকে আবারও স্বাভাবিক অবস্থায় ফেরাতে হবে। এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। বার্সার উন্নতিই আমাদের মূল লক্ষ্য। ‘

কোচ রোনাল্ড কোম্যানের প্রতিও নিজের সমর্থন ব্যক্ত করেন নতুন বার্সা প্রেসিডেন্ট, ‘রোনাল্ড, তোমার প্রতি আমাদের সমর্থন আছে। আমরা আবারও চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়তে চাই। কিন্তু এ বছর আমাদের লিগ এবং কোপা দেল রে জেতার চেষ্টা করতে হবে। ’

২০১০ সালে বার্সার প্রেসিডেন্টের অফিস ছেড়েছিলেন লাপোর্তা। এর ১১ বছর পর ফের নির্বাচিত হয়ে গত বুধবার সেই অফিসে প্রবেশ করেছেন তিনি। চলতি শতাব্দীর শুরুর দশকে বার্সার সোনালি সময়ের অংশ ছিলেন লাপোর্তা ও মেসি। ফলে দুজনের সম্পর্ক বেশ পুরনো এবং ঘনিষ্ঠ। এবার শপথ গ্রহণের পর মেসিকে জড়িয়ে ধরে সেই পুরনো দিনই যেন স্মরণ করিয়ে দিলেন লাপোর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।