ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয়বার সিরি’আর বর্ষসেরা ফুটবলার রোনালদো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
টানা দ্বিতীয়বার সিরি’আর বর্ষসেরা ফুটবলার রোনালদো

টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ লিগ সিরি’আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার এমনটি ঘোষণা করা হয়।

এর আগে জুভেন্টাসে অভিষেকের পরের মৌসুমেই ২০১৯ সালে পুরস্কারটি হাতে তুলেছিলেন পর্তুগিজ অধিনায়ক। তবে গত বছর করোনা ভাইরাসের কারণে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়নি। গত মৌসুমে রোনালদো ৩৩ লিগ ম্যাচে ৩১টি গোল করেছিলেন। যেখানে টানা নবমবার সিরি’আ শিরোপা ঘরে তোলে তুরিনের বুড়িরা।

এদিকে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন জুভেন্টাস নারী দলের স্ট্রাইকার ক্রিস্টিয়ান গিরেল্লি। আর আতালান্তার গিয়ান পিয়েরো গ্যাসপেরিনি বর্ষসেরা কোচ হয়েছেন। যেখানে ক্লাবটি বর্ষসেরা দলের খেতাব জিতেছে।

আতালান্তা টানা দ্বিতীয়বার সিরি’আয় তৃতীয় দল হিসেবে শেষ করেছে। এছাড়া দলটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।