ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বেনেভেন্তোর কাছে হেরে গেল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
বেনেভেন্তোর কাছে হেরে গেল জুভেন্টাস

আগের দেখায় তবু ড্র হয়েছিল। এবার দুর্বল বেনেভেন্তোর কাছে হেরেই গেল জুভেন্টাস।

আর এই হারে সিরি আর শিরোপা স্বপ্নও ফিকে হয়ে এলো বর্তমান চ্যাম্পিয়নদের।

রোববার নিজেরদের ঘরের মাঠে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে বেনেভেন্তো। স্বাগতিকদের জয় নিশ্চিত করা গোলটি করেন আদোলফো। আগের দেখায় একই প্রতিপক্ষের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আন্দ্রে পিরলোর দল।

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও জুভেন্টাসের আক্রমণ ছিল ছন্নছাড়া। বিরতির কিছু আগে অবশ্য বল জালে পাঠিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।  

বিরতির পরও বল দখলে এগিয়ে ছিল জুভরা। কিন্তু স্রোতের বিপরীতে গোল পেয়ে যায় বেনেভেন্তো। মাঝমাঠ থেকে বল ধরে ডি-বক্সে দানিলোর চ্যালেঞ্জ এড়িয়ে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন আর্জন্টাইন ফরোয়ার্ড আদোলফো।

এই নিয়ে ৭ ড্র ও ৪ হার মিলিয়ে টানা দশমবারের মতো শিরোপা জেতার আশা প্রায় শেষ জুভেন্টাসের। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে তারা এখনও ১০ পয়েন্টে পিছিয়ে আছে। ২৭ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৬৫। দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৫৬। আর ৫৫ পয়েন্ট নিয়ে তিনে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।