ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের গোলে স্পেনের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
শেষ মুহূর্তের গোলে স্পেনের জয়

যোগ করা সময়ে স্ট্রাইকার দানি ওলমোর গোলে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে স্পেন। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে শেষ মুহূর্তের গোলে জর্জিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

স্পেন, যারা বিশ্বকাপ বাছাইপর্বে গত ২৮ বছরে হারেনি। এবার তারা জয় তুলে নিল পিছিয়ে থেকেও। ৪৩তম মিনিটে কিভিচা কাভারাৎস্কেলিয়ার গোলে এগিয়ে যায় জর্জিয়া। তবে তাদেরকে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি লুইস এনরিখের দল। ৫৬তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে স্পেনকে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির ফেরান তোরেস।  

স্পেনের জয়ের নায়ক ওলমোর গোলটিতেও অ্যাসিস্ট করেছেন আলবা। নির্ধারিত সময়ে শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে আলবার লম্বা পাস থেকে জাল খুঁজে নেন ওলমো। ১৫ হাজার জর্জিয়ান দর্শকের সামনে বাধাভাঙা গোল উদযাপনে আনন্দে মেতে ওঠে স্পেন।  

তবে এনরিখের শিষ্যদের এমন উদযাপন যেন মেনে নিতে পারেননি স্বাগতিকদের লেভান শেনগেলিয়া। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।  

বুধবার স্পেন পরের ম্যাচে আতিথেয়তা দেবে গ্রুপের আরেক দল কসোভাকে। একইদিনে জর্জিয়া যাবে গ্রিস সফরে। নিজেদের প্রথম ম্যাচে গ্রিসের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছিল স্পেন।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।