ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনালকে বিধ্বস্ত করল লিভারপুল, শিরোপার পথে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
আর্সেনালকে বিধ্বস্ত করল লিভারপুল, শিরোপার পথে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে তাদেরই মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। অন্যদিকে লেস্টার সিটির বিপক্ষে দারুণ জয়ে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে অবশ্য কোনো গোল পায়নি লিভারপুল। তবে বিরতির পর জ্বলে ওঠে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। জোড়া গোল করেন দিয়োগো জোতা (৬৪, ৮২), একটি করেন মোহামেদ সালাহ (৬)।

এদিকে লেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ২-০ ব্যবধানে জিতেছে সিটি। বাঁজামাঁ মঁদি দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস।

লিগে ৩০ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে ৩০ ম্যাচ খেলা লেস্টার। চেলসি ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।