ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দারুণ জয়ে সেমির পথে এগিয়ে গেল চেলসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
দারুণ জয়ে সেমির পথে এগিয়ে গেল চেলসি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল টমাস টুখেলের দল।

বুধবার রাতে সেভিয়ায় ম্যাসন মাউন্ট চেলসিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেন চিলওয়েল।

করোনাভাইরাস পরিস্থিতিতে ভ্রমণে বিধিনিষেধের কারণে দল দুটির মধ্যে শেষ আটের দুই লেগই সেভিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।

৩২তম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শটেই এগিয়ে যায় চেলসি। জর্জিনিয়োর পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন মাউন্ট।

৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্লুজরা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার চিলওয়েল।

একই মাঠে আগামী মঙ্গলবার হবে ফিরতি লেগ।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।