ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুইধাপ উন্নতি, পিছিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুইধাপ উন্নতি, পিছিয়েছে ভারত

সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। এর ফলে ১৮৬ থেকে ১৮৪ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের দল।

১৮ ফেব্রুয়ারির পর আবার র‌্যাংকিং ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সবশেষ প্রকাশিত এই র‌্যাংকিংয়ে ১৮৬ নম্বরে ছিল জেমি ডে’র শিষ্যরা। সেখান থেকে দুই ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

যদিও বাংলাদেশ গত ২৯ মার্চ নেপালের কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হেরেছে। নেপালের অবস্থানে পরিবর্তন হয়নি। তারা আগের মতোই ১৭১ নম্বরে আছে।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হলেও পিছিয়েছে ভারত। এক ধাপ নেমে ভারত এখন ১০৫ নম্বরে। অন্যদিকে শীর্ষ ৬ দেশের অবস্থান অপরিবর্তিত আছে।

শীর্ষ ৬ র‌্যাংকিংয়ে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন। তিনধাপ এগিয়ে সাতে এসেছে ইতালি। একধাপ পিছিয়ে আর্জেন্টিনা আটে। উরুগুয়ে একধাপ পিছিয়ে নয়ে। আর দুইধাপ উন্নতি হয়ে শীর্ষ ১০-এ এসেছে ডেনমার্ক।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।