ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বেনজেমার জোড়া গোলে শীর্ষে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
বেনজেমার জোড়া গোলে শীর্ষে ফিরল রিয়াল

লা লিগায় করিম বেনজেমার জোড়া গোলে কাদিসকে ৩-০ গোলে উড়িয়ে দিল স্প্যানিশ জায়ান্টা রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল।

স্পট-কিক থেকে করিম বেনজেমার স্কোরে রিয়াল লিড নেয় ১-০ গোলে।  

তিন মিনিট পরে আবারও আক্রমণে যায় রিয়াল। এবার বেনজেমা স্কোর করতে সাহায্য করেন ওদ্রিওসোলাকে। ম্যাচের ৩৩ মিনিটে হেড করে ২-০ গোলে রিয়ালকে এগিয়ে নেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও বেনজেমার আঘাতে ৩-০ গোলে পিছিয়ে পরে কাদিস।

এই জয়ের ফলে ৭০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে লস ব্লাঙ্কোসরা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।