ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বেতিসের কাছে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল রিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
বেতিসের কাছে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল রিয়াল

লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। এদিন গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার লিগের শেষদিকে এসে পা পিছলে পড়ল রিয়াল। রোববার আথলেতিক বিলবাওয়ের মাঠে জিতলে রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যাবে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ।

এদিন প্রথম ২০ মিনিটে বল দখলে এগিয়ে ছিল বেতিস। তেমন কোনো সুযোগ অবশ্য কেউই তৈরি করতে পারেনি এ সময়ে। মাঝে রিয়াল ফরোয়ার্ড করিম বেনজেমা চেষ্টা করলেও সফল হননি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ডান দিক থেকে রদ্রিগোর আচমকা জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে বাধা পায়। পাঁচ মিনিট পর বেতিসের দারুণ একটি সুযোগ নষ্ট হয়। তিন জনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেন আর্জেন্টাইন মিডফিল্ডার গিদো রদ্রিগেস।

লিগে ৩৩ ম্যাচে ২১ জয় ও আট ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।