ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলকে জেতালেন মানে-আলকান্তারা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মে ৯, ২০২১
লিভারপুলকে জেতালেন মানে-আলকান্তারা

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে লিভারপুল। সাউথ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠেছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

শনিবার অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে সাদিও মানে এগিয়ে নেওয়ার পর শেষদিকে ব্যবধান বাড়ান থিয়াগো আলকান্তারা।

৩১তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। সালাহর ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড মানে। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয় নিশ্চিত করেন আলকান্তারা। ডি-বক্সের সামনে থেকে জোরালো শটে গোলটি করেন তিনি।

লিগে ৩৪ ম্যাচে ১৬ জয় ও ৯ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৫৭। ৩৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে সাউথ্যাম্পটন। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট অর্জন করেছে। দুই ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে চেলসি, তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে আছে লেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ০৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।