ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

করোনায় স্থগিত হয়ে গেল এএফসি কাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ৯, ২০২১
করোনায় স্থগিত হয়ে গেল এএফসি কাপ

মালদ্বীপ সরকার বাংলাদেশসহ সাতটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে এএফসি কাপ স্থগিত করা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান-এই ৭ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। একারণেই রোববার এএফসি কাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-এএফসি।

আগামী ১৪ মে মালদ্বীপে এএফসি কাপের গ্রুপ পর্বের খেলা শুরুর কথা ছিল। আর তাতে অংশ নিতে রোববার সন্ধ্যায় মালদ্বীপে যাওয়ার কথা ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংসের। কিন্তু সব গোছগাছ শেষ করার পর এলো এই দুঃসংবাদ।

গ্রুপ পর্বের উদ্বোধনী দিনে মালদ্বীপের গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মাজিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের।

গ্রুপ ‘ডি’তে বসুন্ধরা কিংসের সঙ্গে ছিল এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং প্লে অফে জয়ী একটি দল। প্লে অফে ব্যাঙ্গালুরু এফসি ও ঈগলস মুখোমুখি হওয়ার কথা ছিল।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।