ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

পয়েন্ট হারিয়ে রেফারির ওপর চটেছেন জিদান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ১০, ২০২১
পয়েন্ট হারিয়ে রেফারির ওপর চটেছেন জিদান

স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিতলে শিরোপা দৌঁড়ে বড়সড় লাফ দিত রিয়াল।

কিন্তু দুটি পয়েন্ট খোয়ানোর পর রেফারির ওপর নিজের রাগ ঢেলে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

পেনাল্টি থেকে পাওয়া সেভিয়ার দ্বিতীয় গোলটি নিয়েই যত অভিযোগ রিয়াল কোচের। জিদানের মতে, সেভিয়া যদি পেনাল্টি পায়, তাহলে রিয়ালেরও অন্য একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল।

ম্যাচ শেষে রেফারির কাছে ব্যাখ্যাও চেয়েছেন জিদান। নিজের ক্ষোভ প্রকাশ করে জিদান বলেন, 'আমি রেগে আছি, ভীষণ রেগে আছি। তাদের (রেফারিদের) অবশ্যই হ্যান্ডবলের নিয়মটা পরিষ্কার করা উচিত। যদি মিলিতাওয়ের হ্যান্ডবল হয়, তাহলে সেভিয়ারও হ্যান্ডবল হয়েছে'।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।