ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ইকুয়েডরকে জিততে দিল না ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ২১, ২০২১
ইকুয়েডরকে জিততে দিল না ভেনেজুয়েলা

কোপা আমেরিকায় ভেনেজুয়েলা ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। রোববার দিবাগত রাতে ব্রাজিলের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত থেকে যায়।

ম্যাচে দুদলই লড়েছে সমানে সমান। ম্যাচের ৩৯তম মিনিটে গোল করে ইকুয়েডরকে এগিয়ে দিয়েছিলেন আরতন প্রেসিয়াদো। বিরতির পর ৫১তম মিনিটে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান এডসন কাস্তিলো।

ম্যাচের ৭১তম মিনিটে গঞ্জালো প্লাতার গোলে আবারো এগিয়ে যায় ইকুয়েডর। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে তারাই এগিয়ে ছিল ২-১ গোলে। কিন্তু যোগ করা সময়ে গোল করে ভেনেজুয়েলাকে ড্র এনে দেন রোনাল্ড হার্নান্দেজ।

এই ড্রয়ের ফলে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে ইকুয়েডর। অন্যদিকে, তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ভেনেজুয়েলা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।