ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

এফসি ব্রাহ্মণবাড়িয়াকে গোলবন্যায় ভাসালো বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ২৮, ২০২১
এফসি ব্রাহ্মণবাড়িয়াকে গোলবন্যায় ভাসালো বসুন্ধরা কিংস ছবি: শোয়েব মিথুন

নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের জয়রথ ছুটছেই। তারকাবহুল দলটি এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে রীতিমত গোল উৎসব করেছে।

 

সোমবার (২৮ জুন) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে থাকা সাবিনা-কৃষ্ণারা ম্যাচটি ৬-০ গোলে জিতে নিয়েছে। দুই অর্ধে এসেছে ৩টি করে গোল।  

ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধার কিংস। দলনেত্রী সাবিনা খাতুন দারুণ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার। ম্যাচের ১৮ ও ২১ মিনিটে তার পা থেকে গোলদুটি আসে।  

এফসি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা আক্রমণ তো দূরের কথা, প্রতিরোধই গড়তে পারেনি। বিরতির পর সিরাত জাহান স্বপ্না ২টি আর সুলতানা ১টি গোল করে বসুন্ধরা কিংসের বড় বিজয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।