ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংস-শেখ রাসেলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
বসুন্ধরা কিংস-শেখ রাসেলের সহজ জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিরতি থেকে ফিরে সহজ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

দলের হয়ে দুই ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়ো ও জোনাথন ফের্নান্দেস এবং আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা একটি করে গোল করেন।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথমার্ধে ওবি মোনেকে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে সিওভুস আসরোরভ ও বখতিয়ার দুইশবেকভের গোলে অনায়স জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

লিগে ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা সংসদ ১৪ পয়েন্ট নিয়ে ঘুরপাক খাচ্ছে অবনমন অঞ্চলের আশপাশে। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান আছে শেখ রাসেল। ১৮ ম্যাচে ১৫তম হারের তেতো স্বাদ পাওয়া আরামবাগ ৫ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।