ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

অলিম্পিকে সোনা জিতে ৪৩টি শিরোপার মালিক দানি আলভেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
অলিম্পিকে সোনা জিতে ৪৩টি শিরোপার মালিক দানি আলভেস

বিশ্বের সবচেয়ে সফল ফুটবল দেশের মধ্যে ব্রাজিল অন্যতম। তারকা ফুটবলারদের বেশীরভাগই উঠে আসে ফিফা র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকা এ দেশটি থেকে।

বর্তমান ফুটবলেও মাঠ কাপাচ্ছেন এমন কিছু ফুটবলার। তন্মধ্যে ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেস ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলারের খ্যাতি অর্জন করেছেন। এবারের অলিম্পিকে স্বর্ণপদক জিতে মোট ৪৩ টি শিরোপা জিতে এ অর্জনে নাম লেখান সাবেক এ বার্সা লিজেন্ড।

অলিম্পিক ফুটবলের ২৭তম আসরে শনিবার (৭ আগষ্ট) স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় দানি আলভেসের নেতৃত্বাধীন ব্রাজিল। ক্যারিয়ারের শেষ সময়ে এসেও তার এমন অর্জন ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার মতো।  

৩৮ বছর বয়সী এ রাইটব্যাক সেলেকাওদের নেতৃত্ব দিয়ে খেলেছেন ৪৮০ মিনিট। অলিম্পিক ফুটবলে দাপিয়ে বেড়ানো প্রত্যেকটিই মুহূর্তই দুর্দান্ত খেলেছেন তিনি। আলভেসের এমন পারফরম্যান্সের ব্যাপারে ব্রাজিলের কোচ আন্দ্রে জারদিন বলেন, ‘তার শারীরিক সক্ষমতা দুর্দান্ত। একজন অভিজ্ঞ ফুটবলার হিসেবে তার প্রত্যেকটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ খুবই কার্যকর। প্রত্যেকটি ব্রাজিলিয়ান খেলোয়াড়ের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে সে। ’

ফুটবল বিশ্বকাপের গত আসরের শিরোপা জিততে পারেনি আলভেস। তবে ২০২২ কাতার বিশ্বকাপের একাদশে জায়গা করে নিলে হয়তো তার ঝুলিতে যুক্ত হতে পারে আরেকটি শিরোপা।  

বর্তমানে তার ঝুলিতে থাকা শিরোপাগুলো একনজরে দেখে নিন:

•    ৬টি লা লিগা
•    ৫টি কোপা দেল রে
•    ৫টি স্প্যানিশ সুপার কাপ
•    ৪টি ইউরোপিয়ান সুপার কাপ
•    ৩টি চ্যাম্পিয়ন্স লিগ
•    ২টি ইউরোপা লিগ
•    ৩টি ক্লাব বিশ্বকাপ
•    ১টি সিরি’আ
•    ১টি কোপা ইতালিয়া
•    ২টি লিগ ওয়ান
•    ৩টি ফরাসি সুপার কাপ
•    ১টি ফরাসি লীগ কাপ
•    ১টি পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ
•    ১টি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন লিগ
•    ২টি কোপা আমেরিকা
•    ২টি কনফেডারেন্স কাপ
•    ১টি অলিম্পিক স্বর্ণপদক

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।