ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

৭ বছর পর চেলসিতে ফিরলেন লুকাকু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
৭ বছর পর চেলসিতে ফিরলেন লুকাকু

দীর্ঘ ৭ বছর পর চেলসিতে ফিরেছেন রোমেলু লুকাকু। ক্লাব রেকর্ড ৯৭.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার মিলান থেকে বেলজিয়ান এই তারকা ফরোয়ার্ডকে দলে ভেড়ায় ব্লুজরা।

এবার পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে এলেন ২৮ বছর বয়সী লুকাকু। এর আগে ২০১৪ সালে স্টামফোর্ড ব্রিজ ছেড়ে এভারটন পাড়ি দিয়েছিলেন তিনি।

বেলজিয়ামের হয়ে সর্বকালের সেরা গোলদাতা লুকালু পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ইন্টারে ২০১৯ মৌসুমে যোগ দেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে গত আসরে সিরিআ চ্যাম্পিয়ন হয় ইন্টার।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।