ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

ফুটবল

অলিম্পিকে সোনা জেতার পর ব্রাজিল দলে আলভেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
অলিম্পিকে সোনা জেতার পর ব্রাজিল দলে আলভেস দানি আলভেস/সংগৃহীত ছবি

কিছুদিন আগেই ব্রাজিলের জার্সিতে টোকিও অলিম্পিকের সোনা জিতেছেন দানি আলভেস। এবার সেই সাফল্যের পুরস্কার হিসেবে তিতের দলেও ফিরেছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী মাসে ফের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল। কোপা আমেরিকা ফাইনালের হারের শোধ নেওয়ার মোক্ষম সুযোগ হাতে পেয়েছে সেলেসাওরা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচসহ তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। সেই দলেই দেখা গেল অলিম্পিক দলের অধিনায়কত্ব করা আলভেসের নাম।

ব্রাজিলের ২৫ সদস্যের দলে আলভেস ছাড়াও ডাক পেয়েছেন আরও নতুন তিন মুখ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন জেনিত সেন্ট পিটার্সবুর্গের ক্লাওদিনিয়ো, বেনফিকার লুকাস ভেরিসিমো ও লিডস ইউনাইটেডের হয়ে দুর্দান্ত খেলা রাফিনিয়া। আলভেসের প্রত্যাবর্তনে দলে জায়গা হারিয়েছেন রেনান লোদি, জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের অধিনায়ক মার্সেলোরও।

আগামী ২ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর তিন দিন পর দেখা হবে আর্জেন্টিনার সঙ্গে। এরপর আগামী ৯ সেপ্টেম্বর সেলেসাওরা খেলবে পেরুর বিপক্ষে।

একনজরে ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন বেকার, এদারসন, ওয়েভারতন।

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, গিলের্মে আরানা, এদের মিলিতাও, মার্কিনহোস, ভেরিসিমো, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: কাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ক্লদিনিও, এভারতন রিবেরিও।

ফরোয়ার্ড: নেইমার, রিচার্লিসন, রাফিনিয়া, মাতিয়াস কুনিয়া, ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।