ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রহমতগঞ্জের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
রহমতগঞ্জের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল মোহামেডান ছবি: শোয়েব মিথুন

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানের জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে শন লেনের শিষ্যরা।

শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে ৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মোহামেডান। স্পট কিকে রহমতগঞ্জকে এগিয়ে নেন ওদিলি ফেলিক্স। ডি-বক্সে নাইজেরিয়ান এ ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হয়েছিলেন। ১৮তম মিনিটে গোলমুখে জটলার মধ্যে একাধিক সুযোগ নষ্ট করা মোহামেডান ৩৮তম মিনিটে সমতায় ফেরে। বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের দারুণ বাঁকানো ফ্রি কিকে গোলটি করেন মোহাম্মদ কামরুল ইসলাম।

৭১তম মিনিটে কর্নারে বল একজনের পায়ে লেগে ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান কুলিদিয়াতি। কাছ থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি। ৭৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। প্রতিপক্ষ খেলোয়াড়কে পা দিয়ে বাধা দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন কিরগিজস্তানের ফরোয়ার্ড খোরশেদ বেকনাজারভ।

এ জয়ে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে মোহামেডান। অপরদিকে চার জয় ও ছয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে রহমতগঞ্জ। চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২১ ম্যাচে ৫৮।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।