ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নরিচের বিপক্ষে সিটির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
নরিচের বিপক্ষে সিটির গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নরিচ সিটিকে ৫-০ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।  

সিটিজেনদের হয়ে ঘরের মাঠে অভিষেক ম্যাচেই গোল পান ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।

বাকি চারটি গোলের মধ্যে তিনটি আসে এমেরিক লাপোর্তে, রাহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজের পা থেকে। বাকি আত্মঘাতী গোলটি করেন নরিচ গোলরক্ষক টিম কুর্ল।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ৭ম মিনিটে নরিচের গোলকিপার কুর্লের হওয়া গোলে এগিয়ে যায় সিটি। ২২তম মিনিটে সিটিকে এগিয়ে যায় সদ্য দলে যোগ দেয়া ইংলিশ মিডফিল্ডার গ্রিলিশ। গ্যাব্রিয়েল জেসুসের পা থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে বাকানো শটে নরিচের জাল খুঁজে পান সাবেক এ অ্যাস্টন ভিলা তারকা।  

বিরতির পর ৬৪তম মিনিটে দলের স্কোরলাইন ৩-০ করেন লাপোর্তে। ইকাই গুনদোয়ানের কর্নার থেকে বল পেয়ে সুযোগ কাজে লাগান স্প্যানিশ ডিফেন্ডার। ৭১তম মিনিটে কেইলি ওয়াকারের পাস পেয়ে স্টার্লিংয়ের কাছে বল পাঠায় জেসুস। বা পায়ের বাঁকানো শটে নরিচের জালে বল ভেড়ান বদলি হয়ে নামা ইংলিশ এ ফরোয়ার্ড। ৮৪তম মিনিটে রুবেন দিয়াসের লং পাস থেকে সহজেই বল নিয়ন্ত্রণ করে গোলকিপারকে বোকা বনিয়ে ব্যাবধান বাড়ান রিয়াদ মাহরেজ। ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।  

২ ম্যাচে ১ জয় ও ১ হার নিয়ে সিটির পয়েন্ট ৩। অপরদিকে সমান ম্যাচ খেলে সবগুলোতেই হেরে ০ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে নরিচ সিটি।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।