ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ফার্নান্দেসের গোলে এগিয়ে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
ফার্নান্দেসের গোলে এগিয়ে বসুন্ধরা কিংস

এএফসি কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রধমার্ধে জনাথন ফার্নান্দেসের গোলে এগিয়ে গেল বসুন্ধরা কিংস। কলকাতার ক্লাব মোহনবাগানের বিপক্ষে ম্যাচের ২৮তম মিনিটে গোলটি করেন কিংসের এই ব্রাজিলিয়ান তারকা।

 

মঙ্গলবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়।  

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণ শানায় বসুন্ধরা কিংস। অন্যদিকে মোহনবাগান ছিল রক্ষণ সামলাতে ব্যস্ত।

দেশের লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের লক্ষ্য এখন বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা ওড়ানো। অন্যদিকে ভারতের আইএসএল রানার্সআপদের লক্ষ্য কিংসদের কাছে কোনো গোল হজম না করা। এখন পর্যন্ত এএফসি কাপে অপরাজেয় বসুন্ধরা। শুধু তাই নয়, একমাত্র দল হিসেবে তারা কোনো গোল হজম করেনি। যার কৃতিত্ব গোলকিপার আনিসুর রহমান জিকো এবং তপু-খালিদ-বিশ্বনাথ-তারিক রায়হানদের নিয়ে গড়া দুর্ধর্ষ রক্ষণের।

দুটি করে ম্যাচ শেষ হওয়ার পর ইন্টার-জোন প্লে অফ খেলার সুযোগ আছে কেবল বসুন্ধরা কিংস ও মোহনবাগানের। যে জিতবে, তারাই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।