ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ক্লাব বিশ্বকাপের আয়োজক হতে চায় দক্ষিণ আফ্রিকা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
ক্লাব বিশ্বকাপের আয়োজক হতে চায় দক্ষিণ আফ্রিকা 

করোনা ভাইরাসের কারণে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে টোকিও অলিম্পিক আয়োজক জাপান। তাই টুনার্মেন্টটি নিজেদের মাটিতে করার আগ্রহ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ড্যানি জর্ডান বিষয়টি জানান।

চলতি সপ্তাহে নাইজেরিয়ার লাগোসে ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামৌরার সঙ্গে দেখা করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেবেন বলে জানান জর্ডান। তাছাড়া সাতদলীয় এ টুর্নামেন্ট আয়োজনে কি পরিমাণ অর্থ ব্যয় হতে পারে সে ব্যাপারেও ধারণা নেবেন তিনি।

গত সপ্তাহে করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে যাওয়ার শঙ্কায় ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ থেকে নাম সরিয়ে নেয় জাপান। এর আগে অলিম্পিক ও প্যারা-অলিম্পিকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিপদে পড়তে হয়েছিল দেশটিকে।  

ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি ছাড়াও আরো পাঁচটি মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাবগুলো নিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপ।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।