ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাইফকে হারিয়ে জয়রথ ধরে রাখলো বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
সাইফকে হারিয়ে জয়রথ ধরে রাখলো বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস ৩-০ ব্যবধানে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারায়। ম্যাচে জোড়া গোল করেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে।

বাকি গোলটি করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন রবিনসন।  

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বসুন্ধরা কিংস। প্রধমার্ধে কয়েকটি সুযোগ পেলেও সাইফের জালে বল ভেড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে গোলশূণ্য প্রধমার্ধ নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর খেলতে নেমেই ৫৪তম মিনিটে গোল করে বসুন্ধরাকে এগিয়ে নিয়ে যান কিংসলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনসনের পাস থেকে সাইফের জালে বল জড়ান তিনি। ৬৩তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান এ নাইজেরিয়ান। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেসের সহায়তায় পরের গোলটি করেন তিনি। ৮০তম মিনিটে প্রথম গোলে সহায়তা করা রবিনসন বসুন্ধরার স্কোরলাইন ৩-০ করেন। ফার্নান্দেসের দ্বিতীয় অ্যাসিস্টে প্রতিপক্ষের গোলপোস্ট খুঁজে নেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।  

এ ম্যাচে গোল করে মোট ২০ গোল নিয়ে প্রিমিয়ার লিগের চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা এখন রবিনসন। ১৯ গোল নিয়ে এ তালিকায় দুইয়ে আছেন শেখ জামাল ফরোয়ার্ড পা ওমার জোবে।  

২২ ম্যাচে ২০ জয়ে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় রয়েছে বসুন্ধরা কিংস। অপরদিকে ২৪ ম্যাচে ১৪ জয় ২ ড্র ও ৮ হারে ৪৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে সাইফ স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।