ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হলো বসুন্ধরা কিংসের কাছে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হলো বসুন্ধরা কিংসের কাছে শিরোপা উদযাপন করছে বসুন্ধরা কিং। ছবি: শোয়েব মিথুন

নিজেদের শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়ল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষ ম্যাচে শক্তিশালী ঢাকা আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে অস্কার ব্রুসোনের শিষ্যরা।

যদিও চার ম্যাচ হাতে রেখেই এবারের লিগ শিরোপা ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস।

এদিন ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা কিংসের কাছে শিরোপা তুলে দেওয়া হয়।

 এবার প্রিমিয়ার লিগে নিজেদের সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড ভেঙেছে দলটি।

২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র ও এক হারে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল বসুন্ধরা কিংস।

এর আগে ২০১৮-১৯ মৌসুমে প্রথম লিগ শিরোপা জয়ের পথে ২৪ ম্যাচে ২০ জয়, তিন ড্র ও এক হারে ৬৩ পয়েন্ট পেয়েছিল কিংস।

২১ গোল নিয়ে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো সর্বোচ্চ গোলদাতা।

৫২ পয়েন্ট নিয়ে পেশাদার লিগের রানার্স আপ হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা আবাহনী।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।