ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

হাঁটুর চোটে আজকের ম্যাচে নেই মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
হাঁটুর চোটে আজকের ম্যাচে নেই মেসি

পিএসজির শেষ ম্যাচে লিওনেল মেসিকে বদলি করায় কোচ মাউরিসিও পচেত্তিনোর প্রতি অসন্তুষ্ট হতে দেখা গিয়েছিল আর্জেন্টাইন স্ট্রাইকারকে। তবে ম্যাচ শেষ কোচ জানিয়েছিলেন, মেসি মাঠে অস্বস্তিতে থাকতে দেখেই তিনি তুলে নিয়েছেন।

এবার এই ব্যাপারটিই সত্যি হলো, মঙ্গলবার মেডিক্যাল রিপোর্ট শেষে পিএসজি এক বিবৃতিতে জানায়, মেসি হাঁটুর চোটে ভুগছেন।

আর এই চোটের কারণে লিগ ওয়ানে বুধবার মেসের বিপক্ষে পিএসজি হয়ে মাঠে নামতে পারছেন না বার্সেলোনার সাবেক এই তারকা।

পিএসজির বিবৃতিতে বলা হয়, লিওনেল মেসি তার বাঁ হাঁটুতে চোট পেয়েছে। আজ সকালে এমআরআই শেষে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে মেসি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন তা এখনও জানা যায়নি। তবে তার এই ইনজুরি দলের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছেন। কেননা সাম্প্রতিক সময়ে ব্যস্ত সূচি রয়েছে পিএসজির। মেসের বিপক্ষে খেলার পর ২৫ সেপ্টেম্বর প্যারিসের দলটি খেলকে মোঁপেলিয়ের বিপক্ষে। এরপর চ্যাম্পিয়নস লিগে ২৮ সেপ্টেম্বর ম্যানচেস্টার সিটি ও ৩ অক্টোবর লিগের ম্যাচে প্রতিপক্ষ রেনে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।