ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের কাছে হেরে গেল চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
জুভেন্টাসের কাছে হেরে গেল চ্যাম্পিয়ন চেলসি

ইতালিয়ান সিরিআ লিগে বাজে পারফরম্যান্স করা জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগে রীতিমতো উড়ছে। নিজেদের প্রথম ম্যাচে মালমোকে বিধ্বস্ত করা দলটি এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে।

তুরিনের দলটির হয়ে একমাত্র গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

যদিও চোটের কারণে এদিন জুভেন্টাসের হয়ে মাঠে নামেননি পাওলো দিবালা ও আলভারো মোরাতা। শুধুমাত্র উইঙ্গার দিয়েই আক্রমণভাগ সাজানো হয়।

‘এইচ’ গ্রুপে জুভেন্টাসের মাঠে অবশ্য বল দখলের লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধের দশ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো কিয়েসা।

খেলার শেষদিকে জুভেন্টাসের ডিফেন্ডার দানিলোর হাতে বল লাগার কারণে পেনাল্টি দাবি করে চেলসি। কিন্তু ভিএআরের সহায়তায় সে যাত্রা বেঁচে যায় জুভেন্টাস। রেফারির শেষ বাঁশি বাজার পর ১-০ গোলের অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।