ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা দলে ছিটকে গেলেন দিবালা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
আর্জেন্টিনা দলে ছিটকে গেলেন দিবালা

চোট নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা করে নিয়েছিলেন পাওলো দিবালা। তবে  প্রত্যাশিত সময়ের আগে নিজেকে ফিট প্রমাণ করতে না পারায় ছিটকে গেলেন এই জুভেন্টাস ফরোয়ার্ড।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এর আগে লিগের ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে জয়ের ম্যাচে খেলতে পারেননি ২৭ বছর বয়সী ফুটবলার।

গত সোমবার তাকে নিয়েই ৩০ জনের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। তবে সেরে না ওঠায় এখন বাদ পড়তে হচ্ছে।

আগামী 8 অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর তিন দিন পর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৪ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পেরু।

কনমেবল অঞ্চলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।