ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুল-ম্যানসিটির রোমাঞ্চকর ম্যাচে কেউ জেতেনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
লিভারপুল-ম্যানসিটির রোমাঞ্চকর ম্যাচে কেউ জেতেনি

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই হলো ৪ গোল। দুদল দিল দুটি করে গোল।

ফলে সম্ভাবনা থাকলেও কেউই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ ম্যাচটি রোমাঞ্চ ছড়িয়ে ২-২ ব্যবধানে শেষ হয়।

এদিন লিভারপুলের হয়ে একটি করে গোল করেন সাদিও মানে ও মোহামেদ সালাহ। আর সিটির হয়ে গোল দেন ফিল ফোডেন ও কেভিন ডি ব্রুইনা।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে প্রথমার্ধে অবশ্য ম্যানসিটি বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। লিভারপুল কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

অবশেষে বিরতির পর ৫৯তম মিনিটে লিড নেয় অলরেডরা। সালাহর পাস থেকে নিখুঁত শটে গোলটি করেন মানে। অবশ্য ১০ মিনিট পরেই সমতায় ফেরে সিটি। জেসুসের সহায়তায় বাঁ পায়ের শটে দারুণ এক গোল করেন ফোডেন।

খেলার ৭৬তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। এবার সালাহর শট তূরের পোস্টে লেগে জালের দেখা পায়। কিন্তু ৮১তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ডি ব্রুইনা। তার জোরালো শট এক ফুটবলারের গায়ে লেগে গোল হয়।

৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুই লিভারপুল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে সিটি। আর ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।  

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।