ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আশফাকের গোলে মালদ্বীপের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
আশফাকের গোলে মালদ্বীপের টানা দ্বিতীয় জয়

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও পরাজয়ের স্বাদ দিলো মালদ্বীপ। রোববার (১০ অক্টোবর) ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল স্বাগতিকরা।

ম্যাচে একমাত্র গোলটি করেন আশফাক আলি।

মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মালদ্বীপ। ষষ্ঠ মিনিটে সতীর্থের ক্রসে আশফাকের দুর্দান্ত হেড প্রতিপক্ষের জাল ভেদ করে। এ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার এটি ২২তম গোল। গোল করেও প্রতিপক্ষকে কোনো সুযোগই দিচ্ছিল না স্বাগতিকরা। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি প্রথমার্ধে ভয়ঙ্কর কয়েকটি শট নেই তারা।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই আধিপত্য বজায় রাখে মালদ্বীপ। রক্ষণ সামলাতে ব্যস্ত শ্রীলঙ্কা আর কোনো গোলের দেখা না পেলে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সুজাইন আলির শিষ্যরা।  

এ ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নেপালের সমান ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে স্বাগতিকরা। দুই ম্যাচে দুই ড্রয়ে ভারতের পয়েন্ট ২। তিন ম্যাচে ৪ পয়েন্ট বাংলাদেশের।  

আগামী বুধবার (১৩ অক্টোবর) ভারতের বিপক্ষে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপ। একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।