ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের ৭ দিন আগে খেলোয়াড় ছাড়বে ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
বিশ্বকাপের ৭ দিন আগে খেলোয়াড় ছাড়বে ক্লাবগুলো

কয়েকদিন আগে আন্তর্জাতিক বিরতিতে ফুটবলারদের খেলার বিষয় নিয়ে ক্লাবের সিদ্ধান্তের অনেক সমালোচনা হয়। করোনা ভাইরাস মহামারিতে ক্লাব স্প্যানিশ ও ইংলিশ ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে চায়নি।

এবার কাতার বিশ্বকাপেও ফুটবলারদের অংশগ্রহণের ব্যাপারে ক্লাবগুলোর কঠোর হওয়ার খবর প্রকাশ পেয়েছে।   

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে ফুটবলারদের ছাড়বে ক্লাবগুলো। তার আগে কোনোভাবেই তাদের ছাড়বে না। ইউরোপের ৫৫টি জাতীয় ফেডারেশনকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পাঠানো একটি চিঠির উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, ইউরোপের বিভিন্ন লিগের খেলোয়াড়রা নিজ নিজ জাতীয় দলে যোগ দেবেন আগামী বছরের ১৪ নভেম্বর।

আগামী বছরের ২১ নভেম্বর মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। ওই সময়টিতে ইউরোপের ক্লাব ফুটবল চলমান থাকে। এ কারণেই ক্লাবগুলোকে বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে খেলোয়াড় ছাড়তে বলেছে উয়েফা।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।